বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদজাতীয়প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে বুধবার। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষায় এবার অংশ নিচ্ছে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী। বুধবার সকাল ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. আফসারুল আমিন ও প্রতিমন্ত্রী মোতাহের হোসেন মনিপুর স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

সারা দেশে ছয় হাজার ৫৭৪টি কেন্দ্রে  মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক সমাপনীতে রয়েছে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন ও ইবতেদায়ীতে পর্যায়ে রয়েছে ৩ লাখ ১৪ হাজার ৭৮৭ জন। পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের চেয়ে ২০ মিনিট সময় বেশি পাবে।  এ বছরের প্রশ্নে ২৫ শতাংশ প্রশ্ন হবে যোগ্যতাভিত্তিক হবে (সৃজনশীল)। এছাড়া বিদেশেী ৮টি কেন্দ্রেও এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিদেশি কেন্দ্রগুলোতে ৭৭৪ জন পরীক্ষার্থী অংশ নিবে।

আরও পড়ুন

সর্বশেষ