শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদটপদুর্ঘটনার ৭ ঘণ্টা পরে শুরু হয় ট্রেন চলাচল

দুর্ঘটনার ৭ ঘণ্টা পরে শুরু হয় ট্রেন চলাচল

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ দুর্ঘটনার ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের ভৈরবসহ এ রেল রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ১১টায় কালনী এক্সপ্রেস ভৈরব স্টেশন ছেড়ে সিলেটের পথে রওনা হয়েছে। অন্যান্য ট্রেনও এখন চলাচল করবে।

এদিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে যাত্রীবাহী ট্রেনের উল্টে যাওয়া বগি সরাতে কাজ করছে। উদ্ধারকারী ট্রেন আসার পর কনটেইনারবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে ছেড়ে যায়।

এর আগে ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় উভয় পাশে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় যাত্রীবাহী এগারোসিন্ধুর গোধূলী ট্রেনের সঙ্গে মালবাহী (কনটেইনারবাহী) একটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে অন্তত ১৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ