শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়দুর্গাপূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

দুর্গাপূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, দুর্গাপূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই। স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট করতে না পারে, তাই সাইবার মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নেয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ব্রিফ করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, পূজার আয়োজকদের সঙ্গে সব বিষয়ে আলোচনা করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ প্রস্তুত থাকবে। পূজা উপলক্ষে নাশকতার কোনো শঙ্কা নেই। তবে শঙ্কা মাথায় রেখেই প্রস্তুতি নেয়া হয়েছে। হাবিবুর রহমান জানান, ২৪৮টি পূজামণ্ডপকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ। সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের ভেতরে প্রতিমা বিসর্জন করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ