রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমুগ্ধতা ছড়াল আসওয়াদের সুর

মুগ্ধতা ছড়াল আসওয়াদের সুর

বিনোদন  ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যা। পরিবেশের সাথে তাল মিলিয়েই হয়তো সেরকম মন ভালো করা যুগলবন্দি নিয়ে হাজির হল সুফি ব্যান্ড দল ‘আসওয়াদ’হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যা। বাতাসে পাওয়া যায় খানিকটা উষ্ণতা, খানিকটা শীতলতার যুগপৎ উপস্থিতি। পরিবেশের সাথে তাল মিলিয়েই হয়তো সেরকম মন ভালো করা যুগলবন্দি নিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় হাজির হল সুফি ব্যান্ড দল ‘আসওয়াদ’। আধুনিক সেক্সোফোন, বেইস গিটারের সুরে ভেসে উঠা ঐতিহ্যের সুফিজম! যেন আধুনিকতার মোড়কে আধ্যাত্মিকতার পরিপূর্ণতা। সুরে-তাল-লয়ে সবখানেই যথেষ্ট যত্নের ছাপ। অবাক করা বিষয় এই যে, শিল্পীরা পেশাদার নন, শুধুমাত্র শখের বশেই এই সঙ্গীত জগতে আগমন। তাদের পরিবেশনায় গতকাল সন্ধ্যায় নগরীর সার্সন রোডের ‘হাটখোলা’ আর্ট গ্যালারিতে পাওয়া গেল মানসিক প্রশান্তি।

হাটখোলার আয়োজনে গতকাল অনুষ্ঠিত হল সুফি মিউজিক ই্ভনিং। পরিবেশনায় ছিল ‘আসওয়াদ’। আসওয়াদ মানে হল পবিত্র পাথর। পবিত্র কাবা শরীফে অবস্থিত এই পাথর। কথিত রয়েছে, যার স্পর্শে মুছে যায় সব পাপ। সেই অনুপ্রেরণা নিয়ে মনের সব ক্লান্তি-পাপকে ক্ষণিকের জন্য ভুলিয়ে অন্য জগতে নিয়ে যাওয়ার প্রচেষ্টাতেই যাত্রা শুরু হয় ‘আসওয়াদে’র। মোহাম্মদ মহসিন (বেইস গিটার), মোহাম্মদ আনোয়ারুল হক (সেক্সোফোন), ইনতেখাব আলম মান্না (ভোকালিস্ট), মোহাম্মদ সাখাওয়াত হোসেন ( তবলা) এবং রাসেল হায়দার (ভোকালিস্ট)- ভিন্ন ক্ষেত্রে এই পাঁচ শিল্পীর মিলিত বাদনে এক একটি পরিবেশনা হয়ে উঠে অসাধারণ। গতকালের অনুষ্ঠানটি পরিচালনা করেন গীতিকার আবদুল গফুর হালি। ‘কেন জ্বালায়, অঙ্গ জ্বলে’; ‘আমায় এত রাতে কেনে ডাক দিলি’সহ জনপ্রিয় সুফি গানের পাশাপাশি প্রয়াত শিল্পী মান্না দে স্মরণে গান পরিবেশন করা হয়। ‘মহাসিন্ধুর ওপার হতে কি সুর ঐ ভেসে আসে’- গানের সাথে সাথে মানুষের মনও যেন চলে যায় অজানায়।’

সাধারণত সেক্সোফোনে বিদেশি গানের সুর শোনা গেলেও মাটির টানে দেশের সুফি, মাইজভান্ডারী, বিভিন্ন রাগ তুলে ধরেছেন বলে জানালেন শিল্পী মোহাম্মদ মহসিন। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে সঙ্গীত চর্চার মাধ্যমে যদি মনের দুঃখ বা বেদনা কিছুটা প্রশমন করা। এটা শুধু আমাদের জন্য নয়, দর্শক বা শ্রোতাদের জন্যও প্রযোজ্য। আমাদের পরিবেশনা যদি আপনাদের মন ছুঁতে পারে, সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।’

আরও পড়ুন

সর্বশেষ