শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদআরো খবর......বিচারপতি ইমদাদুল হক আজাদকে সতর্ক করেছেন প্রধান বিচারপতি

বিচারপতি ইমদাদুল হক আজাদকে সতর্ক করেছেন প্রধান বিচারপতি

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’–অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিনের মামলায় জামিন শুনানিতে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ এমন মন্তব্য করায় তাকে সতর্ক করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার বিকালে হাইকোর্ট বিভাগের ওই বিচারপতিকে খাস কামরায় ডেকে সতর্ক করার পাশাপাশি এ ধরনের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা চান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, এ সময় আপিল বিভাগের অন্যান্য বিচারপতি সেখানে ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, আগামী রবিবার বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ অবসরে যাবেন। ২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় তাঁকে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। অবসরের পাঁচ দিন আগে এমন বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এলেন তিনি।

প্রধান বিচারপতি ওই সময় ইমদাদুল হক আজাদকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত আদালতে বিচারকাজের সময় মন্তব্য করার ব্যাপারে আরও যত্নশীল হতে বলেন।

হাইকোর্টের বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের এমন মন্তব্যকে অসাংবিধানিক ও অসৌজন্যমূলক বলে আখ্যায়িত করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা আরও বলেন, তিনি (বিচারপতি) যেটা বলেছেন, সেটা তাঁর শপথের সঙ্গে সাংঘর্ষিক, অর্থাৎ তিনি শপথ ভঙ্গ করেছেন। তাই তাঁর ওই বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদগুলো প্রধান বিচারপতির নজরে আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়।

বিচারকের প্রতি পাল্টা প্রশ্ন রেখে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগ নিয়ে অনেক চক্রান্ত রয়েছে। উনি (হাইকোর্টের বিচারক) কাকে লাভবান করতে এমন মন্তব্য করেছেন।

এর আগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন মঙ্গলবার মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের সাজা নিয়ে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক আজাদের একক বেঞ্চ। একপর্যায়ে এ বিচারপতির আদালত বলেন, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

এদিন শুনানির শুরুতে আদিলুর-এলানের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম জামিনের বিরোধিতা করে বলেন, ‘আমাদেরও বক্তব্য রয়েছে। তখন হাইকোর্ট বলেন, আগে আসামিপক্ষের আইনজীবীদের কথা বলতে দিন। লাফ দিয়ে উঠছেন কেন আপনি? … দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

আরও পড়ুন

সর্বশেষ