বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদআরো খবর......হরতালের পর চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের পরিমাণ বেড়েছে দ্বিগুণ হারে

হরতালের পর চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের পরিমাণ বেড়েছে দ্বিগুণ হারে

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

হরতালের পর চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের পরিমাণ দ্বিগুণ হারে বেড়ে গেছে। গত বুধবার হরতাল শেষ হওয়ার পর মাত্র ১৪ ঘণ্টায় প্রায় চার হাজার কনটেইনার পণ্য খালাস হয়েছে।  বন্দর কর্তৃপক্ষ জানায়, হরতালে পণ্য খালাসের হার খুবই কম ছিল। কিন্তু হরতালের পর স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

বন্দরের হিসাবে দেখা যায়, হরতাল শেষ হওয়ার পর গতকাল সকাল আটটা পর্যন্ত ১৪ ঘণ্টায় আমদানিকারকরা প্রায় সাড়ে তিন হাজার কনটেইনারের পণ্য খালাস নেন। এ ছাড়া গতকাল বিকেল পর্যন্ত আরও দুই হাজার ৭৪৭ কনটেইনার পণ্য খালাসের ছাড়পত্র নেয়া হয়েছে। তবে আগামী রবিবার চট্টগ্রামে হরতাল থাকায় পণ্য খালাসের গতি বেড়েছে।

বন্দর সূত্র জানায, দ্বিগুণ হারে পণ্য খালাস হলেও বন্দরে এখনও বিপুলসংখ্যক কনটেইনার খালাসের অপেক্ষায় রয়েছে। গতকাল ২৭ হাজার ৮০০ কনটেইনার পড়ে ছিল বন্দরে।

আরও পড়ুন

সর্বশেষ