বুধবার, মে ১, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক এর মৃত্যুতে প্রফেসর ড. সেলিম উদ্দিন এর শোক প্রকাশ

বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক এর মৃত্যুতে প্রফেসর ড. সেলিম উদ্দিন এর শোক প্রকাশ

Salim-Sir--Debashishবাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী ১৬-১১-২০২০ তারিখ রোজ সোমবার রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন। তাঁর অকাল প্রয়াণে বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদ এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

দেবাশীষ চক্রবর্ত্তী তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিগত ০১-০১-২০১৭ তারিখে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে যোগদান করেন। মৃত্যুকাল পর্যন্ত তিনি ঐ পদেই অধিষ্ঠিত থেকে তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথ ও নিষ্ঠার সাথে পালন করেন। তিনি একজন সৎ, নির্লোভ, কর্তব্যনিষ্ঠ ও ন্যায়-পরায়ণ কর্মকর্তা হিসেবে সকলের কাছে সমাদৃত ও আস্থাভাজন ছিলেন। তিনি তাঁর মেধা, প্রজ্ঞা, নিষ্ঠা, একাগ্রতা ও সৃজনশীল কর্মের মাধ্যমে এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন

সর্বশেষ