শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকরোনায় আক্রান্ত বিআইটিআইডির ল্যাব প্রধান ডা. শাকিল

করোনায় আক্রান্ত বিআইটিআইডির ল্যাব প্রধান ডা. শাকিল

চট্টগ্রামে যার নেতৃত্বে শত শত করোনা রোগীর নমুনা পরীক্ষা হচ্ছিল আর যার স্বাক্ষরেই রিপোর্ট পজেটিভ না নেগেটিভ তা চূড়ান্ত হচ্ছে ; অবশেষ তিনি নিজেই করোনায় আক্রান্ত হলেন। আর অন্যদের মত নিজের করোনার পজেটিভ রিপোর্টে নিজেই স্বাক্ষর করেছেন। বলছি, চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)’র ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদের কথা।  ২৬ মে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

তিনি গত ২৫ মার্চ থেকে চট্টগ্রামের করেনা রোগীদের নমুনা পরীক্ষার টিমে নেতৃত্ব দিচ্ছিলেন। ৩২ বছর ধরে চিকিৎসা ও গবেষণা নিয়ে কাজ করা ডা. শাকিল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, দৈনিক দুইশ থেকে তিনশ মানুষের নমুনা টেস্ট করছে তার টিম। তবে অনেক সর্তকতা অবলম্বন করায় তাদের এখনো কনোনায় কাবু করতে পারেনি। কিন্তু অবশেষে তিনি নিজেও করোনায় কাবু হলেন। তার শরীরেও ছোবল মেরেছে করোনা ভাইরাস।

আরও পড়ুন

সর্বশেষ