মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদটপ২৫ থেকে ৩১ জুলাই মশা নিধন অভিযান

২৫ থেকে ৩১ জুলাই মশা নিধন অভিযান

চলতি বছরে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু জ্বর প্রতিরোধে জেলা প্রশাসকদের (ডিসি) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গুর বিষয়ে ডিসিদের নির্দেশ দিয়েছি, তাদের পক্ষ থেকে যেন উদ্যোগ নেওয়া হয়। আগামী ২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত মশা নিধন অভিযান চালানো হবে। সে বিষয়েও ডিসিদের জানানো হয়েছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কোথাও কোথাও প্রশ্ন উঠেছে যে মশা মারার ওষুধ কার্যকর না। সেখানে যদি ভেজাল থাকে, তাহলে তা দেখা হবে। সিটি করপোরেশন নমুনা সংগ্রহ করে পুনরায় পরীক্ষা করবে। তিনি আরো বলেন, ‘আমি ইচ্ছা করলেই এমন কোনো রাসায়নিক পরিবেশে দিতে পারি না, যেটা মশা মারতে গিয়ে মানুষ মেরে ফেলতে পারে। মশা মারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে ছাড়পত্র নেওয়া হচ্ছে। তারা আমাদের যেগুলো (ব্যবহারের) অনুমতি দিয়েছে, সেগুলোই (ওষুধ) ছিটানো হয়েছে। এ সময় অন্যদের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ